বুকের ভেতর কবর
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৬-১১-২০২৩ ইং


সারাজীবন কষ্ট করে কী প্রতিদান পেলাম!
হে রব! এমন ভাগ্য নিয়ে কেনই ভবে এলাম?
ছোট্ট বেলায় এতিম হলাম চলেই গেলেন বাবা!
পাইনি যে তাঁর আদর স্নেহ পাইছি বাঘের থাবা।


সত্তর থেকে আশি বিঘা সম্পত্তি যাঁর ছিলো,
তাঁর ছেলের হায় ভাগ্য এমন কেবা কেড়ে নিলো?
দুখিনী মা করলো মানুষ কষ্ট সয়ে সয়ে,
পায়নিকো তার সুফল কভু জীবন গেলো ক্ষয়ে।


আজকে যে এই হতভাগা তার ছেলে হায় আমি!
ক্ষুদ্র ভবে ঘৃণ্য সবার নইকো নামি-দামি।
বাবার মতই বাবা হলাম সন্তানেরই জনক,
স্বপ্ন বুকে মানুষ হবে পড়লো মাথায় টনক।


ভর্তি করে দিলাম তাদের বিদ্যালয়ে পড়তে,
শিক্ষা নিয়ে দীক্ষা নিয়ে জীবন ভবে গড়তে।
সোনামণি যাদুমণি পড়তে থাকে ভালো,
স্বপ্ন বাবার করবে পূরণ জ্বালবে ঘরে আলো।


এক দুই করে তিনে চারে হয় মাধ্যমিক তার শেষ,
মা ও বাবার মনের আশা সফলতা পায় বেশ।
কলেজ শেষে ভার্সিটিতে আসন গেঁড়ে বসে,
বাংলাতে নয় ইংরেজিতে শিক্ষাকে নেয় বশে।


হাসিখুশি জীবনভরা আনন্দেরই জোয়ার,
সোনামণি ঘুরছে উড়ে পঙ্খিরাজে সওয়ার।
শিক্ষা সনদ ভুল হয়েছে আসলো হঠাৎ খবর,
বাবা মায়ের স্বপ্ন বিফল বুকের ভেতর কবর!