চাঁদ তারার খেলা
ইব্রাহিম হোসেন


নীল আকাশের চাঁদ ও তারায়
হয়েছে পাগল খেলায় খেলায়।
তাই'না দেখে যে খোকা আর খুকি
মারিছে সবাই  খেলিতেই উঁকি।


ঝাঁকে ঝাঁকে উড়ে কত শত পাখি
দেখে ভরে মন জুড়ায় দু আঁখি।
কিচিমিচি করে গান গেয়ে যায়
নীল গগনের  দূর অজানায়।


চন্দ্রিমাতে সব পাখা মেলে পরী
গভীর নিশীথে করে বাহাদুরি।
রূপের ঝলকে কেড়ে নেয় মন
দুটি চোখে দেখে ক্ষণে প্রতি'ক্ষণ।


মিটিমিটি হাসে চাঁদ মামা ওই
খোকা খুকি আয়রে কই তোরা কই?
জোনাকিরা দেয় পথে ঘাটে আলো
চাঁদমামা তোমাকে বেসে যাই ভালো।


আকাশের তারা দাও নাগো ধরা
তোমাদের সাথে গেয়ে যাবো ছড়া।
রাত জেগে রবো নানা কথা কবো
চাঁদ তারা সবে একাকার হবো।