চাঁদেও আছে খাদ
মোঃ ইব্রাহিম হোসেন


উঠিলে গগনে চাঁদ
আলোকিত এ ভুবন পুলকিত সব,
চাঁদের গায়েও খাদ
আকাশেতে শুনি তাই কাঁদনের রব।


বড়াই করো গো কেনো ?
সুঠাম দেহের আর সুন্দর রূপের,
ক্ষণকালে আছো জেনো
দেহ থেকে প্রাণ গেলে ভেতরে কূপের।


আসিলে মরণ তব
ভিটামাটি ফেলে সব চলে যেতে হবে,
সাজাবে সবাই নব
শেষ জানাজার পরে গোর মাঝে রবে।


থাকিবে না সেথা আর
রূপের ঝলক তব বিছানা মাটির,
মাটিতেই একাকার
আঁধারে প্রদীপ নাই উজান ভাটির।


বাহ্যিক রূপে কি দাম?
কলুষিত মন করো ধুয়ে মুছে সাফ,
বাড়িবে তবেই নাম
পাপ কালি যত সব হয়ে যাবে মাফ।