চাঁদে বাঁধিবো ঘর
মোঃ ইব্রাহিম হোসেন


দিবা শেষে নিশি আসে আঁধারেতে রাত,
আলোকিত হলো সবি উঠিলো যে চাঁদ।
খোকা খুকি বলে সবে ছুটে তোরা আয়,
একি সাথে মিলেমিশে নিশি জেগে গায়।


জোনাকিরা জ্বলে নিভে উড়ে উড়ে যায়,
ফুলোবাগে ফুলেরা যে ফুটিবারে চায়।
বনে বনে তরুলতা ধরে যেনো গান,
তাহা শুনে ভরে উঠে সকলেরি প্রাণ।


তারা করে ছুটাছুটি গগনেতে ওই,
সখী সখা কোথা গেলি, কোথা গেলি সই?
নীলিমাতে চাঁদে হাসে মুখরিত সব,
বিধাতাকে ভালোবেসে ডাকে সবে রব।


সাদা মেঘে লুকোচুরি ঘিরে থাকে চান,
তারি ফাঁকে করে যেনো নীলে পরী স্নান।
নিরিবিলি রাতে জাগে কোথা কেহ নাই,
মধুমাখা বাণী শুনে চাঁদে যেতে চাই।


কেবা যাবি আমা সনে দলে দলে চল,
চাঁদে যাবো সবে মিলে বেঁধে বুকে বল।
বসবাসে বাঁধিবো যে চাঁদে গিয়ে ঘর,
সহপাঠী খেলা সাথী হবো নাকো পর।