কেদারা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৫-১০-২০২৩ ইং


মানবতার কাছে আমি জিজ্ঞাসক এক জন,
কই গেলো তার মান-মর্যাদা ? নাই ভবে যার ধন।
মাটির দ্বারা তৈরি দেহ তার ভেতরে মন,
সব মানুষের রক্ত একই, একই রকম তন।


দুঃখ কী যে কষ্ট কী তা বুঝার পারে সব,
বুঝে না কেউ পরের বেলা দীন-ধনীতে লব!
কেউ করে বাস মৃত্তিকাতে ধুলোমাটির ঠাঁই,
কারও আবার এই ভুবনে সেইটুকুও নাই!


অঢেল ভবে সম্পদে যার বিলাসবহুল ঘর,
ঠাঁই হলো তার সিংহাসনে উচ্চ আসন 'পর।
সম্পদহীনে নিঃস্ব দীনের দন্ডটা তার শূল,
গরিব হওয়া খেটে খাওয়া এই হলো দোষ মূল!


নাই অপরাধ পাহাড় সমান তবু হাজার দোষ,
কথার খোঁটা নুনের ছিটা দেখায় কত রোষ!
চপেটাঘাত দুই গালে দেয় বজ্রধ্বনির শোর!
নাইকো আদর, প্রীতি, স্নেহ, মর্যাদা, মান কোর।


ওই কেদারার উচ্চতে যার বসার আসন হয়,
সেই মহাজন ভবের মালিক পৃথিবী তার জয়।
হায় এ কী দাম! এই কেদারার নাই কভু তার তুল,
দীন-দুখীদের জীবনই হয় কসুরহীনেও ভুল!