চাঁদনি রাতে
কলমে : ইব্রাহিম হোসেন  


চাঁদনি রাতে দেখি তোমার
চাঁদ বদনি মুখ।
মিষ্টি হাসির চাহনিতে
ভরে ওঠে বুক ।


চাঁদের আড়াল থেকে আমায়
ডাকছো বলে আই ,
হাজার তারার মাঝে তোমার
দেখা নাহি পাই।


চাঁদনি রাতে ফুল বাগানে
ফুটে নানান ফুল ,
তোমার প্রেমে মত্ত ধ্যানে
মনটা যে ব্যা'কুল ।


হারায় গেলে আবার কভু
মেঘের আড়াল ওই ,
হন্য হয়ে খুঁজি তোমায়
অশ্রু সিক্ত রই।


এক পলকে হাজির হও যে
সামনে আবার তাই,
দুঃখ ভুলে মনের মাঝে
স্বপ্ন এঁকে যাই।  


তোমায় নিয়ে এই হৃদয়ে
স্বপ্নে করে ভীড়!
গান কবিতা লিখি আমি
প্রেম যমুনার তীর।


সারা বেলা মন গহীনে
তোমার প্রেমের আঁচ,
তোমায় নিয়ে প্রেম কবিতা
লিখি সকাল সাঁঝ।