চাঁদনি রাতে বিভোর মন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১২-১০-২০২৩ ইং  


আকাশের দিকে চেয়ে আছি দাঁড়িয়ে
চাঁদ মামা উঁকি মারে হাত বাড়িয়ে,
সে যে তার আলো দেয় ভূমে ছড়িয়ে,
প্রকৃতির শোভা বাড়ে তাকে জড়িয়ে।


নাহি পারে যেতে কেহ ইহা এড়িয়ে
নিশ্চুপ চারিদিক প্রেমে বেড়িয়ে,
জোছনা আঁধার কালো দ্রুত সরিয়ে
পাহাড়,সাগর,নদী যায় পেরিয়ে।


লাখো কোটি তারাদের পিছে ফেলিয়া
পৃথিবীর আলো রশ্মি সব হেলিয়া,
একা চাঁদ রাজরানি যায় দুলিয়া
স্নেহ,মায়া,ভালোবাসা হাত বুলিয়া।


চাঁদের এই খেলাতে মন মাতিয়া
প্রার্থনা রব দ্বারে কর্ পাতিয়া,
নিঝুম এ রাতে একা তাঁকে ডাকিয়া
তাঁর শান গুণগান গাই হাঁকিয়া।


বলি রব তব লীলা থাকি ভুলিয়া!
অহং বোধেই চলি বুক ফুলিয়া,
অসীম ক্ষমতা তব চোখ খুলিয়া
দেখিলাম চাই মাফ পাণি তুলিয়া।