ছাড়তে হবে ঘর
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ২৩-০৬-২০২২, বৃহস্পতিবার


মরণ হবে মরতে হবে ছাড়তে হবে ঘর,
এখন আমি সবার আপন সেদিন হবে পর।
মাটি দিতে করবে ত্বরা
বলবে সবাই পচবে মরা,
দৌড়-বে যে কেউ কিনতে কাফন আমার গায়ের তর,
মরণ হবে মরতে হবে ছাড়তে হবে ঘর।


বাঁশ কাটিবে খুঁড়বে কবর গোসল দিবে কেউ,
শেষ বিদায়ে প্রাণের বিবির উঠবে ব্যথার ঢেউ।
কাঁদবে ছেলে কাঁদবে মেয়ে
অশ্রু যাবে দু-চোখ বেয়ে,
বন্ধু স্বজন প্রতিবেশী বলবে খাটলি ধর,
মরণ হবে মরতে হবে ছাড়তে হবে ঘর।


শেষ জানাজা পরেই আমার কবর হবে ঠাঁই,
মাটির ঘরে ফুল বিছানা আলো বাতাস নাই।
মুমিন হলে নাই কোনো ভয়
নেক আমলেই কবরে জয়,
তাই কাঁপি হায় মনের মাঝে সেই মরণের ডর,
মরণ হবে মরতে হবে ছাড়তে হবে ঘর।