কবিতাঃ প্রতারক
কলমেঃ মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ২৫-১২-২০২২,


মানুষের সরলতা নিয়ে দাও জ্বালা,
তুমি বড় প্রতারক বেইমান শালা।
সালাম কালাম আর মধুর ভাষায়,
ব্যথা দাও জনমনে নয়ন ভাসায়।


কথা দিয়ে রাখো নাকো বাহানা নানান,
মজলুম অভিশাপে হবে খানখান।
অবিচার অনাচার মুখোশের তলে,
মিঠা বাণী তব তাই জনতারা গলে।


সরলতা নিয়ে সদা করিছো যে খেলা,
খেলা শেষে ডুবে যাবে ওই সুখ ভেলা।
হবে নাতো সুখী কভু কারো দিয়ে জ্বালা,
সেই জ্বালা রবে হয়ে তব গলে মালা।


প্রতারক প্রতারণা কেনো করো ভাই?
মানুষের ক্ষতি করে কোনো লাভ নাই।
এ জীবন চিরদিন কভু নাহি রয়,
কিছু দিন পরে তার হবে ভবে ক্ষয়।


এক দুই করে তিন ভাগে এ জীবন,
শিশুকাল যুবকাল পরে তা নিধন।
অপরের ক্ষতি করে দেখিলে স্বপন,
নিজের অনিষ্ট বীজ করিবে বপন।


কারো চোখে ঝরে যদি আঘাতের জল,
ভেসে যাবে নোনা জলে সাগর অতল।
আজ কিবা কাল পাবে তার প্রতিদান,
খুঁজে দেখো বিবেকের জ্ঞানে অভিধান