ছ্যামড়া ছেমড়ির প্রেম
মোঃ ইব্রাহিম হোসেন


ওই ছেমড়ি তোর বাড়ি কনে
লম্বা মাথার চুল, 
এলোমেলো হাওয়ায় দোলে
সব হয়ে যায় ভুল।


কোত্থেকে হয় বুকের পাটা
সাহস তো নয় কম,
নাক ফাটাবো মুখ ফাটাবো
বের হবে তোর দম।


তোর কারণে মরণ হলেও
মরতে দ্বিধা নাই,
মরার আগে একটু খানি
তোর পাশে দিস ঠাঁই।


ছ্যামড়া তোরে মারবো জোরে
এমন কষে কিল,
মারের চোটে লটপটাবি
নেংটি হবে ঢিল।


আমায় কেনো ভয় দেখাস তুই
মুখ আঁচলে ঢাক,
মাইয়া মানুষ নীরব হয়ে
চুপটি করে থাক।


মাইয়া মানুষ আছে বলেই
জন্ম ভুবন পর,
মাইয়া ছাড়া বলরে ছ্যামড়া
কে সাজাবে ঘর ?


কে চায় এমন দজ্জাল মাইয়া
আমাকে তুই বল,
মান অভিমান ভেঙ্গে আমার
হাত ধরে সাথ চল।


বুঝেছি আজ মনের মাঝে 
মতলব আছে তোর,
নাকচুবানি দেবো এমন
ভাঙবে প্রেমের ঘোর।


না না না না মতলব তো নাই
তোকে শুধু চাই,
সারাজীবন রাখবো সুখে
বুকে দেবো ঠাঁই।


প্রেমের মানে বুঝিস কি তুই
ঢালবো মাথায় ঘোল,
মারবো নাকো হস্ত দ্বারা
মারবো দিয়ে ঝোল।


ঝগড়াঝাঁটি বন্ধ করে
হাতটি আমার ধর,
চল না দু'জন বৃন্দাবনে
বাঁধবো প্রেমের ঘর।


(তারিখঃ২৯-০৫-২০২২ ইং)