চেনাচিনি
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২১-০৭-২০২৩, বৃহস্পতিবার।


নবজাতকের জন্ম, জন্মেই ডাকে মা মা মা ,
শত বেদনার শোক ভুলে যায় শুনে কান্না।
সবথেকে চেনা মুখ, চেনাজানা হলো সেই,
অচেনা ভুবন তাঁর না থাকিলে শিশু এই।


ছেলেটাকে চিনে বাবা ছেলে চিনে বাবাকেই,
ছেলে বাপে কথা হয় কী মধুর আলাপেই!
দাদা ভাই চিনে দাদি, দাদি চিনে দাদা ভাই,
প্রেমপ্রীতি শূন্য হলে আপনার কেহ নাই।


মেঘ চিনে নীলাকাশ বাতায়নে ভেসে যায়,
ছোট পাখি, পাতি-হাঁস চিল দেখে হায় হায়!
শিকারের তরে বাঘ বনে বনে ঘুরে ফের,
ছুটে ধায় সে হরিণ মরণের দৌড় ঢের।


বউ চিনে স্বামী তার স্বামী চিনে বধূটাই,
হাড্ডি মাংসের গরু চিনে ভাই ও কসাই।
চাঁদ মামা চিনে আলো,আলো ছড়ে এ ধরায়,
চারিদিক আলোকিত হয় ত্বরায় ত্বরায়।


চোরে চোরে মাসতুতো ধর্ম কর্ম নাই তার,
শোনালে ধর্মের বাণী অজুহাত বারবার।
কুকুরে কুকুর চিনে ঘুরে দুয়ারে দুয়ার,
মানুষে মানুষ চিনে আর শুয়ারে শুয়ার।