ছোট্ট বেলা
ইব্রাহিম হোসেন


ছোট্ট ছিলাম ভালো ছিলাম
ছিল না জ্বালা,
বাবা-মায়ের খেয়ে-পরে
করেছি খেলা ।


স্কুলে যাওয়ার সময় বলতাম
দশটা টাকা দেন মা,
আইসক্রিম খাবো আরো
কিছু নিব খেলনা ।


কভু যদি বলতেন মা
নাইরে বাবা টাকা,
বলতাম স্কুল যাব না
আর ডেকো না খোকা ।


একটু পরেই জলদি করে
দিতেন মায়ে টাকা,
যা রে বাবা স্কুলেতে
ঘুরবে ভাগ্যের চাকা ।


সন্ধ্যাবেলা ফিরতে ঘরে
একটু দেরী হলে,
খুঁজা খুঁজি মাম্মি ড্যাডি
কয়রে অবুঝ ছেলে ?


বকা দিয়ে বলতেন মা
হুঁশ কি হবে না ?
পড়ার ঘরে পড়তে বস
দেরি করো না ।


পড়ার শেষে রাত্রি বেলায়
খাওয়াইতেন মা,
আদর সোহাগ দিয়ে আমায়
দিতেন শান্তনা।


আরো আছে অনেক স্মৃতি
অনেক কাহিনী,
ছোট্ট বেলায় দুঃখ-কষ্ট
কিছুই বুঝিনি ।