ছোট্ট খোকা
মোঃ ইব্রাহিম হোসেন  


আমি হলাম ছোট্ট খোকা
ছোট্ট সোনা মণি ,
মা ও বাবার চোখে তারা
তাদের বুকের খনি ।


ছোট্ট বলে আমাকে কেউ
করো নাকো হেলা,
আমার মতই ছোট্ট ছিলে
তুমিও শিশু বেলা।


আজকে যারা অনেক বড়ো
তারাও শিশু ছিলো ,
আমিও বড়ো  হবো একদিন
বয়স হবে ষোলো ।


সমাজ সেবায় দিন কাটাবো
এই তো মনে আশা,
সব হৃদয়ে ঠাঁই পাবো আর
পাবো ভালোবাসা।


সবার মাঝে গণ্য হয়ে  
মানুষ হবো ভবে,
আমার তরে দোয়া করো
তোমরা সবাই তবে।