ছোট্ট বেলার স্মৃতি
মোঃ ইব্রাহিম হোসেন

যায় না ভোলা খেলনা দোলা
ছোট্ট বেলার স্মৃতি,
মা ও বাবা ডাকতো খোকা
করতো সোহাগ প্রীতি।

দৌড়াদৌড়ি ঘুরাঘুরি
হাত'টা ধরে বাবার,
দুষ্টুমিতে মানব হিতে
শাসন বারণ আবার।

খেলাধুলা মাটির চুলা
বাঁশ বাগানের তলে,
নাইতে যেতাম জল ছিটাতাম
পুকুর নদীর জলে।

বিকেল বেলা করতে খেলা
পদ্মা নদীর তীরে,
সুজন সাথী নেই কেউ বাকি
আসতো সবাই ধীরে।

সন্ধ্যা লগন তবু মগন
ফিরতে দেরি বাড়ি,
বাবার বকা মায়ের ঝোঁকা
কঠিন আইন জারি।
==========


পাপী বান্দা
মোঃ ইব্রাহিম হোসেন

বান্দা পাপী চাই যে মাফি
মাফ করো গো প্রভু,
পাপের বোঝা নয় তো সোজা
করবো না পাপ কভু।

দ্বীনের পথে চালাও নভে
আমরা দিশে হারা,
তোমার দয়া রহম মায়া
বিনে সব'ই সারা।

ভুলের পথে নিত্য মেতে
হারিয়েছি যে কূল,
বিনয় করি তোমায় স্মরি
দিও না গো শূল।

পাপের ভয়ে চক্ষু দ্বয়ে
ঝরে আঁখির নীর,
কাঁপে এ মন সারাটা ক্ষণ
নত মোদের শির।

দু'হাত তুলি সকল ভুলি
দাও না করে ক্ষমা,
নয়ন জলে শোকের তলে
রেখো না পাপ জমা।
===========