চোখের জলের রং
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৪-০৬-২০২৫ ইং

চোখের জলের রংটা কেমন
বলতে কি কেউ পারো,
সাদা-কালো, কমলা ও লাল
পাতলা নাকি গাঢ়ো?

হলুদ-সবুজ, বেগুনি নীল
কোন রঙে সে থাকে,
কোন বা রংয়ের রূপ ধরে সে
মায়ার ছলে ডাকে?

আঁধার দেখে আলোও দেখে
আঁকে রঙিন স্বপ্ন,
কভু হাসে কান্দে কভু
কান্না-হাসিই রত্ন।

মান-অভিমান, দুঃখ-জ্বালা
হাসলেও পানি ঝরায়,
তার তো নিজের নাই কোনো রং
পর রঙে সে জড়ায়।

খুব সুখে সে কাঁদে আবার
খুব দুখেতেও কাঁদে,
বিষাদ ব্যথা বিষের ছোঁয়ায়
জল দিয়ে মন বাঁধে।

চোখের জলেই মন বুঝা যায়
আসল নাকি নকল,
কোনটা যে প্রেম কোনটা যে হেম
কোন ছলনার ধকল ?