চন্দ্রালোকের প্রেম    (প্রেমের নিরঞ্জনা)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ৩০-১১-২০২৩ ইং


রাত এলে চোখ মেলে দেখি ওই আকাশে,
আকাশের নীল নাই সব লাগে ফ্যাকাশে।
জেগে থাকা চাঁদ মামা একা চুপ নিরালা,
আলো ছড়ে আলোকিত এ ভুবন উজালা।


তার থেকে বহুদূরে মিটিমিটি তারারা,
ঘুরেফিরে জ্বলে নিভে চাঁদ দেয় পাহারা।
চারিদিক নিশ্চুপ সুন্দরী এ কারা?
লাল পরী নীল পরী কী দারুণ চেহারা!


গভীর রজনী ক্ষণে পালকির বেহারা,
কাঁধে বহে পরী রানি দেখিয়া দিক হারা।
মন চায় সাথে তাই যাই আমি ছুটিয়া,
ফুল পরীদের সাথে করি প্রেম চুটিয়া।


বিভোর আমার প্রেমে থাকে তারা তাকিয়া,
কিশোরী তরুণী শিস দেয় ঠোঁট বাঁকিয়া।
হাসি আর গানে ভরা উল্লাসে আসর,
পরিণয় সাজে এক প্রেমের এ বাসর।