চুরির জগৎ ছাড়ো
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৯-০১-২০২৩ ইং


বর্তমানে ফেসবুক পেজে  লেখালেখি দেখি অনুশোচনা,
একটা লেখার লেখক দুইজন কখনোই হতে পারে না।
অন্যের মেধা ক্ষয় করা লেখা, নকল বা কপি করা চোর,
সে তো কবি ও লেখক না,মূর্খ দানব জনতার জুতাখোর।


পেটের দায়ে, ক্ষুধার জ্বালায় করেও যদি  কেউ চুরি,
সে তো গরিব, মিসকিন, এতিম অসহায়, নাই কোনো জমিদারি।
তবুও খেতে হয় পথে ঘাটে লাথিচড় আর ডাণ্ডাবাড়ি।


তুমি তো শিক্ষিত অভাবহীন শত ডিগ্রি সনদধারী,
লোলুপ,বিবেকহীন, অমানুষের জাত, আছেও অর্থ কাঁড়ি কাঁড়ি।
মানুষ হবে কবে আর মানুষের কল্যাণে আত্মত্যাগে ?
তৃপ্ত হও, তৃপ্তিতে রও, তোমার যা আছে থলে ব্যাগে।


বইয়ের পাতা ঘেঁটে ঘেঁটে দেখোনি কি কখনো চুরি করা মহাপাপ!
পায় না সে ভালোবাসা, শ্রদ্ধা সম্মান, পায় বিবেকের বলিদানে অভিশাপ।
পরিশেষে আত্মমর্যাদা হানি হয়, হয় অনুতাপ,
অবহেলা, গঞ্জনা, লাঞ্ছনা বাড়ে,
জীবন চলার পথে ধাপে প্রতিধাপ।


নিজের সৃষ্টিই সর্বশ্রেষ্ঠ ,চির অম্লান,  চুরির জগৎ ছাড়ো,
নিজের স্বার্থে নয় অপরের হিতে, সুখে ও দুখে মানুষের পাশে রও, সততার পথ ধরো।
তবেই তুমি মানুষ হবে, মানবতা ঠাঁই পাবে মানুষের কল্যাণে,
দেশজনতার কাছে থাকবে স্মরণীয় মরেও চিরদিন তব গুণের অবদানে।