কমরেডস
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাকালঃ ০২-০২-২০২৩ ইং


কমরেডস!
সত্যের বলিয়ানে কলমের রস,
বেঁচে আছে আজীবন মানবেই বশ।


কমরেডস!
বিপ্লবী স্লোগানে বিদ্রোহী শান,
শঙ্কাকে পদে দলে গাই জয়গান।


কমরেডস!  
অন্যায় অবিচার ভাঙ্গি চুরমার,
মৃত্যুকে আলিঙ্গন করি বারেবার।


কমরেডস!
কলমের তির মেরে পাপ অবসান,
কবিতার ছন্দতে বিষে মেরে  বাণ।


কমরেডস!
শঙ্কাকে জয় করে ডঙ্কা বাজাই
জালিমেরে ডঙ্কে শঙ্কা সাজাই।


কমরেডস!
সততার পথে বলো কীসে আছে ভয়?
মিথ্যা রাহাজানি সবই হবে ক্ষয়।



(বিশেষ দ্রষ্টব্যঃ লেখাটি কবি অবিরুদ্ধ মাহমুদ ওরফে তোফাজ্জল হোসেন এর মূল্যবান মন্তব্যের প্রতিত্তোরের লেখা।
আমি এই কবিতার আসরে ছোট্ট কবিতাটি তাঁকেই উৎসর্গ করলাম।)