রাখাল ছেলে
ইব্রাহিম হোসেন  

রাখাল ছেল, রাখাল ছেলে
যাওরে  কোথায় চলে ?
গোয়াল ঘরে গরু আছে
নাওনা তোমার পালে ।।

আর নিবো না গরু আমি
অনেক বেশি হলে,
পরের ক্ষেতে  যাবে গরু
মারবে ক্ষেতের ছেলে ।

রাখাল যদি নিতে চান
গরু চরার তরে ,
অন্যখানে চেষ্টা করেন
পাবেন গোয়াল ঘরে ।।

নাই তো আমার লোভটা বেশি
আমি রাখার ছেলে,  
দু চারটা গরু চরাই
রোদ বৃষ্টির কোলে ।

ধূলো বালু কাদা গায়ে
মাঠে গরু  চরাই ,
তার কারণে ঘৃণার চোখে
দেখে আমায় সবাই ।।

তাতে আমার দুঃখ নাই
মন খুশিতে বেশ ,
সবার চেয়ে সুখী আমি
নাই যে সুখের শেষ ।।

রাখাল ছেলে, রাখাল ছেলে
আমিই গরুর রাখাল ,
যদিও ক্ষুধা পেটে আমার
দুগ্ধ ঘ্রাণে মাতাল ।।

*************
💖💖💖💖💖💖💖
===========