দাবিদার
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৩-০৪-২০২৩ ইং


এই মনে জ্বালা দিয়ে যদি তুমি সুখ পাও,
দেবো নাকো বাধা সেই সুখে নাও বেয়ে যাও।
অভিশাপ দেবো নাকো আসিলে এ চোখে জল,
রুমালে তা মুছে নেবো চুপচাপ অবিরল।


জানি ভুল বুঝে তুমি অনুতাপে একদিন,
ঝরাবে আঁখিতে নীর জ্বালা পেয়ে সীমাহীন।
অভিশাপ দিলে শুধু হয় নাকো অভিশাপ,
দীর্ঘশ্বাসে বাড়ে জ্বালা ডালি ভরা যত পাপ।


সুস্থ দেহ মনে বল রুধির-ই সে দাপটে,
অপরের হৃদ ভাঙ্গো লাথি মারো কপাটে।
থাকিবেনা এই জোর ভেঙ্গে হবে চুরমার,
বিবেকের ধরাতলে নিজে নিজে ছারখার।


হয়তোবা খুঁজিবেই সেই দিন দ্বারে দ্বারে,
নাহি পাবে দেখা খুঁজে ছটফট চিৎ-কারে।
নিরুপায় অসহায় এতিমের মত হায়!
দোড়াবে হাশর মাঠে ঋণ যদি থেকে যায়।


দাবিদার হবে পার রবে পাপে বাঁধা ঋণী,
শোধ করো ঋণ তার মুক্তি নাই শোধ বিনি।
বিধাতার এক বোল তাঁর কাছে নাই ক্ষমা,
দাবিদার দিলে মাফ রবে নাকো পাপ জমা।