দাদিমা'র গোর জিয়ারত
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৭-০৬-২০২৪ ইং

আব্বু তোমার আজকে কেনো
মুখটা মলিন কও,
ত্যাগ মহিমার খুশির দিনে
কও কি খুশি নও ?

ক্যামনে থাকি খুশি আমি
বল খোকা তুই বল ?
তোর দাদিমা কবর দেশে
চোখে আসে জল।

দোয়া করো ধৈর্য ধরো
সবকেই যেতে হয়,
ক্ষণস্থায়ী দুনিয়াটা
চিরদিনের নয়।

মন মানে না মা'র ভাবনা
কাঁদায় সর্ব'ক্ষণ,
কী বলি'রে খোকা তোরে
ভীষণ জ্বালাতন!

আব্বু তুমি অতীত পানে
চেয়ে দেখো না,
তোমার বাবার বাবা দাদা
গেছেন দাদিমা।

জানি জানি জানি খোকা
মিথ্যা কভু নয়,
তবুও তাঁদের বিরহে হায়
চোখের পানি ক্ষয়।

এমনি করেই চক্রাকারে
কবরে হয় ঠাঁই,
আব্বু চলো গোর দাদিমার
জিয়ারতে যাই।