লিমেরিক
দাদুর বিয়ে
ইব্রাহিম হোসেন
স্বরবৃত্ত ছন্দ - (১৪+১৪+৮+৮+১৪)


দাদুর আমার চুল পেকেছে করবে নাকি বিয়া
সাজবে দামান জামাই সেজে পাগড়ি মাথায় দিয়া
দাঁত নাই তবু দাদু হাসে
আমায় রাখে সদাই পাশে
মাঝে মাঝে চিমটি কাটে দাদির ছবি নিয়া।
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
======================


সততার অবদান
ইব্রাহিম হোসেন
অক্ষর বৃত্ত ছন্দ ৮+৬


বিধাতার ইশারাতে আসিয়াছো ভবে,
তাঁর দেওয়া নিয়মেতে চলিতেই হবে।
চলিয়া রাসূল পথে পড়িলে নামাজ,
থাকিবেন তুষ্ট প্রভু না হয়ে নারাজ।


ধরিয়া রাসূল রশি বাঁধিলে বুকেতে,
ইহ-পরকালে রবে সদা'ই সুখেতে।
আসিয়া ধরিলে কভু বাধা ও বিপত্তি,
কোরানের বাণী দিয়া করিবে নিষ্পত্তি।


শয়'তানে দিবে বাধা সততার পথে,
দু'পায়ে দলিয়া তাকে চলো যথা তথে।
তার ডাকে দিয়ো নাকো সাড়া কভু ভাই,
নরকের জ্বালা আছে সুখ তাতে নাই।


অবনীতে সুখী হবে যদি মানো প্রভু,
বিধাতার দেওয়া দান ভুলো নাকো কভু।
হৃদ মাঝে সদা জপো খোদা নবী নাম,
সুখেরই ছায়াতলে রবে ধরাধাম।


গড়িতে সমাজ মানো বিধির বিধান,
শান্তির ছোঁয়ায় তবে আসিবে নিদান।
মরণ পরেও পাবে ধরণীতে মান,
চিরদিন রহিবে যে সেই অবদান।