ডাকবে না কেউ বাবু
মোঃ ইব্রাহিম হোসেন
রচনা: ১৪-০১-২০২৪ ইং


মাগো তুমি ওপার দেশে
আমি ভুবন 'পরে,
দিবানিশি দুঃখ শোকে
অশ্রুতে চোখ ভরে।


গোরস্থানে চোখের বাণে
বক্ষ চেপে ধরে,
দেখো না মা কাঁদি কত
শুধু তোমার তরে।


তোমার ঘরে যাই যখনই
যায় ফেটে বুক ব্যথায়,
এ বুকেতে কী যাতনা
দেখবে কে মা হেথায় ?


আমায় ছেড়ে চলে গেলে
একলা ঘরে রেখে,
নাভিশ্বাসের যন্ত্রণা মোর
তব স্মৃতি দেখে।


নিত্যদিনই উঠবে পুবে
ঊষার আলোয় রবি,
নাম ধরে মোর ডাকবে সবাই
কেউ বা আবার কবি।


আঁধার ঘরে প্রদীপ জ্বেলে
আমার শূন্য নীড়ে,
আর কখনো আসবে না মা
আসবে না আর ফিরে।


ডাকবে না কেউ বাবু বলে
আয়রে মানিক খোকা,
মাগো তুমি এমন করে
পারলে দিতে ধোঁকা !