""দাওনা দীদার""
( ইব্রাহিম হোসেন।)
==========


আমি চাই না স্বর্গ, চাই না নরক
চাই যে দীদার তোমার,
আল্লাহ তোমার দীদার পেলেই
ধন্য জীবন আমার ।।


চাই না টাকা, চাই না পয়সা
চাই না জমি ধানী,
তোমার দীদার পেলেই ভবে
ধন্য হব আমি ।।


নইতো আমি কোন নবী
নইতো কোন ওলী ,
কেমনে পাবো তোমার দীদার
কেঁদে কঁদে বলি ।।


মহাপাপী বান্দা আমি
কাঁদি জারে জার ,
কোথায় গেলে,কেমন করে
পাবো তোমার দীদার।??


সেই ভাবনায় বলি তোমায়
ঘুম আসে না আমার ,
আল্লাহ তুমি দয়ার সাগর
দাওনা দীদার তোমার ।।