করছি কত ভুল !
মোঃ ইব্রাহিম হোসেন


আমরা সবাই এই দুনিয়ায়
করছি কত ভুল !
পাপের ডালি মাথায় বহন
পুণ্য নাই এক চুল।


বৈঠা বিহীন নৌকা কি ভাই
পাবে খুঁজে কূল ?
মানব জীবন নৌকা স্বরূপ
পুণ্য যে তার মূল।


গড়তে হবে নেক আমলে
জীবন ভুবন 'পর,
পুলসিরাতে পারাপারে
থাকবে নাকো ডর।


ভুল করো না চিনতে কভু 
দ্বীনের রাসুল রব,
দো-জাহানের কাণ্ডারী যে
যিনি দিলেন সব।


যাঁর দয়াতে বেঁচে আছি
আমরা ভবে আজ,
তাঁকেই সবে সিজদাহ্ করো
ফেলে হাতের কাজ৷