ধৈর্য সফলতার চাবি
ইব্রাহিম হোসেন
স্বরবৃত্ত ছন্দ ৪-৪+৩


জীবন নদে দুঃখ এলে কিসের ভয়?
সাহস বুকে সমুখ পানে চলতে হয়।
ধৈর্য ধরে পথ- চলাতে হবে জয়,
দুখের পরে আসবে যে সুখ মিথ্যা নয়।


বিন্দু জলের সমষ্টিতে অথৈ জল,
সাগর মাঝে পাই না খুঁজে সাগর তল।
ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণায় মরুর বল,
বিন্দু থেকে সিন্ধু গড়ে সামনে চল্।


কাঁটার আঘাত সইলে পাবি গোলাপ ফুল,
কষ্ট নদীর ঢেউ পেরিয়ে সুখের কূল।
হোঁচট খেয়ে থমকে যাওয়া বড়ো ভুল,
থমকে গেলে হারাবে যে মান ও কুল।


কভু যদি ঘর ভাঙনের আসে ঝড়,
আপন স্বজন হতেও পারে তোর যে পর।
মনের মাঝে রাখিস না'রে পুষে ডর,
শক্ত করে দুটি হাতে মুষ্টি ধর।


বিপদ ধেয়ে করতে হবে ভবের কাজ,
সফলতা আসবে তবে করবে রাজ।
রঙিন ভুবন স্বপ্ন সুখের জীবন সাজ,
সারাজীবন পাবি'রে তুই খোদার নাজ।
==========================


খুকুমণির বায়না
ইব্রাহিম হোসেন


খুকুমণি রাগ করেছে
চায় সে দামি গয়না,
আদর সোহাগ তাই তো কভু
তার মনেতে সয়না।


খুকুমণি খেলবে পুতুল
ধরছে পুতুল বায়না,
আম্মু ডেকে আঁচল ধরে
চায় পুতুলের আয়না।


পাশের বাড়ির খেলার সাথী
ডাকছে তাকে ময়না,
খুকুমণির ঘরের ভেতর
মনটা সেতো রয়না।


মায়ের কাছে কান্না করে
কোনো খাবার খায়না,
পুতুল ছাড়া খুকুমণির
দু-চোখে ঘুম পায়না।


দাদা ডাকে দাদি ডাকে
খুকু কথা কয়না,
সোনার হরিণ এনে দিলেও
বায়না পূরণ হয়না।
=========