ধৈর্যশীলা নারী
মোঃ ইব্রাহিম হোসেন


নারীর মত ধৈর্যশীলা
কয় জনাতে হয় ?
পরের তরে নিজের জীবন
নিত্য করে ক্ষয়।


স্বার্থত্যাগে স্বামীর ঘরে
স্বামীকে সুখ দেয়,
হাজার জ্বালা যন্ত্রণাকে
বক্ষে টেনে নেয়।


সব অধিকার আছে স্বামীর
কন্যা বিবির নাই,
নিজ বাবা মার খবর নিতেও
বুক কাঁপে তার ভাই।


হায় নিপীড়ন চন্দ্রগ্রহণ
জুলুম কত সয় !
শ্বাশুড়ি দেয় বিষেরই ঘাত
ননদ কাঁটা কয়।


দেবর মারে ননদ মারে  
চটকানি দেয় গাল,
মুখ বুজে সয় কিছু না কয়
নিদারুণ এই হাল।


অশ্রু বহে চোখের কোণে
বদন মলিন তার,
পাহাড়সম দুখের বোঝা
হয় না সোজা ঘাড়।


সব কিছু দেয় উজাড় করে
ভাঙে তবু ঘর,
হয় না আপন কেউ ভুবনে
করে যে সব পর।