ধূর্ত ছুছুন্দর 
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৫-১১-২০২৩ ইং


চেহারাটা খুব ভালো
            বিষে ভরা অন্তর,
আলো ছাড়া শূন্যতে
         বিশাল এক প্রান্তর।


আঁধারে আঁধারে ঢাকা
           মণিকোঠা চত্ত্বর,
প্রকৃত মানুষ না তো
         আসলে সে খচ্চর।


রূপে গুণে ভরপুর
          লোকে বলে বিজ্ঞ,
নামধারী নামি-দামি
               শিক্ষিত অজ্ঞ।


নিজে ভাবে মহাজন
                আছে ব্যক্তিত্ব,
খতিয়ে দেখো না তার
                  নাহি অস্তিত্ব।


টাকা-কড়ি ভুরি ভুরি
                   সম্পদে পূর্ণ,
গাড়ি বাড়ি কত কী যে
                তবুও সে শূন্য!


মানবতা নাই যার
                 মূর্খ  সে অন্ধ,
অন্যায় অবিচার
                 লিপ্ততে সন্ধ।


হিতাহিত গুণ এই
           মানুষ কি প্রকৃত ?
প্রকৃত মানুষ নয়
            মানবতা বিকৃত।


দৃষ্টি ভোলানো রূপ
                 নয় কভু সুন্দর,
রূপের আড়ালে এক
                    ধূর্ত ছুছুন্দর।