দ্বীনের পথে
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৭-০৯-২০২২, শনিবার।


আজকে হেলায় রঙ্গ লীলায় কাটছো ভালোই দিন,
ভেবে দেখো দিনের শেষে বাড়ছে পাপের ঋণ।
আর কতদিন চলবে ভবে
সমন এলেই যেতে হবে,
আসবে'রে যম ফুরাবে দম বাজবে মরণ বীণ।


সুখের ভবন গড়ছো তুমি দেশ-বিদেশে ঘর,
বিশ্ব পাগল তোমার প্রেমে তোমায় দেখার তর।
চিরদিনই থাকবে না প্রেম
বিলীন হবে সাধেরই হেম,,
আপন স্বজন বন্ধু-বান্ধব সবাই হবে পর।


ভাবছো তুমি থাকবে তোমার সুখের এমন হাল,
বেলা শেষে রত্ন ও ধন হবে তোমার কাল।
এ পৃথিবী নশ্বর জেনো
কাল রবে না আজকে হেনো,
দূর করো ভাই মোহ-লালসা ভবের মায়া-জাল।


আল্লাহ রাসূল দ্বীনের পথে চলতে হবে ভাই,
রাসূল বিনে পরকালে কান্ডারী কেউ নাই।
দ্বীন ইসলামের রশ্মি ধরো
প্রিয় নবী আল্লাহ স্মরো,
নামাজ রোজা পাঁচ কালিমায় স্বর্গে দেবে ঠাঁই।