দিশেহারা দীন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৯-১২-২০২২ বৃহস্পতিবার।


যত দোষ নন্দঘোষ নিরীহের 'পর,
ব্যথা সয় অশ্রু ক্ষয় বেদনার ঝড়।
বিত্তশালী শক্তিশালী অধিপতি জন,
কিলে কিলে দেয় দিলে ভীষণ দহন।


বিনা দোষ তবু রোষ ডাণ্ডাবাড়ি খানি,
অসহায় নিরুপায় ঝরে চোখে পানি।
ফাটে বুক নাহি সুখ বোবা হয়ে রয়,
অবতার বিধাতার সাথে কথা কয়।


এ যে পাপ চিত্তে কাঁপ অপরাধী দীন,
দিনরাত পায় ঘাত মুখটা মলিন।
বিবেকের বিচারের কাঠগড়া অন্ধ,
এদিকের গরিবের পথ চলা বন্ধ।


সৎ যারা খায় ধরা কারাগারে বন্দি,
অসতের দাপটের জোরে হয় সন্ধি।
নাই নীতি ভয়ভীতি জালিমের চিত্তে,
লুটে খায় ভেসে যায় তামাশার নৃত্যে।


মিছা আশা ভালোবাসা নাই সুখ শান্তি,
বলিদান হয় প্রাণ দুখে ভরা ক্লান্তি।
এভাবেই অভাবেই বেঁচে থাকে তারা,
অবহেলা শত জ্বালা হয় দিশেহারা।