দ্বন্দ্ব ভুলি
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৬-০৪-২০২৩ ইং


আমরা কবি দ্বন্দ্ব কেনো
থাকবে মোদের মাঝে?
মিলেমিশে থাকবো সবে
দিবানিশি সাঁঝে।


নিজের স্বার্থে কারো কভু
করবো না ভাই ক্ষতি,
সহজ সরল থাকবে মোদের
মনের মতি-গতি।


ত্যাগ স্বীকারে উপকারে
করবো সবার ভালো,
মনের ঘরে জ্বলবে তবেই
ভালোবাসার আলো।


পরের ক্ষতি করলে হবে
নিজের কপাল মন্দ,
এসো সবাই শপথ করি
করবো না আর দ্বন্দ্ব।


মোদের মাঝে একটা আছে
বিবেক নামের রাজা,
জিহাদ করে নিজের মনে
নিজকে দেবো সাজা।


লেনাদেনা থাকে যদি
সমঝোতায় আসি,
প্রসার করে বক্ষটাকে
প্রাণ খুলে সব হাসি।


থাকে যদি একটু কসুর
ক্ষমার চোখে দেখি,
ভবের জীবন ক্ষণস্থায়ী
ভুল হলে সব মেকি।


মনের মাঝের হিংসা বিদ্বেষ
দুই পায়ে তা দলি,
চোখের জলে হয় যে বিনাশ
সৎ পথে তাই চলি।


খেলবো নাকো আর কখনো
রক্ত দিয়ে হুলি,
আমরা মানুষ সৃষ্টি রবের
দ্বন্দ্ব সকল ভুলি।