দৃষ্টি বিহীন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৬-০৯-২২, মঙ্গলবার।


তোমার মনের ভুল ধারণা
মনটা ছোট তার,
নও তুমি মন বিশেষজ্ঞ
মচকানো তার ঘাড়।


সেও তো রে ভাই চায় ভুবনে
বাঁধতে সুখের ঘর,
নিজের খাবার বিলিয়ে দিতে
অনাহারীর তর।


হায় পারে না মন ছোট না
মন আছে নাই ধক,
নিম্ন শিরে সব সয়ে যায়
সারাজীবন তক।


হৃদ মাঝারে হাহাকারে
লজ্জায় লুকে মুখ,
মুখটা থেকেও বন্ধ জবান
না বুঝে কেউ দুখ।


সমাজ চোখে অনেক ভালো
অন্তরেতে ঘুণ ,
কেউ জানে না মন ভালো না
নাই ঘরে তার নুন।


এ সব দেখেন অন্তর্যামী  
সৃষ্টিকারী রব,
মানব চক্ষু দৃষ্টি বিহীন
দেখে না হায় সব!