দু'হাজাট বাইশের আগমন
মোঃ ইব্রাহিম হোসেন

আসসালামু আলাইকুম,
ভাঙবে এবার সবার ঘুম।
আসছে নতুন সালের ক্ষণ,
হাসবে গাইবে জনে জন।

রাত বারোটার পরে ওই,
ফুটবে মুখে হাসির খৈ।
আতসবাজি নানান রং,
সাজবে নতুন বছর সং।

একুশ বিদায় ছিলো কাল 
বাইশ আনুক শুভ হাল।
করোনা আর অমিক্রন,
যাক ঢেকে সব আবর্জন।

বাজুক মনে খুশির বীণ,
গরীব দুখী এতীম হীন ৷
সুখের ভেলা ভাসুক সব,
প্রার্থনাতে ডাকি রব।

স্বাগতম হে বাইশ সাল!
আসে না যেন্ ব্যাধির জাল।
রোগজীবাণু নিপাত যাক,
বিশ্ববাসী শান্তি পাক।