দুখীর জীবন তরী
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ১২-০৯-২২, সোমবার


পাহাড় সমান দুঃখ বুকে
যন্ত্রণাতে মরছে ধুঁকে
নাই কো খাবার পেটে,
দুঃখ তাদের বুঝে না কেউ
কষ্ট নদীর উঠে যে ঢেউ
তৃপ্তি থালা চেটে।


পথের ধারে হাত পাতে হায়
খাবার তরে এক টাকা চায়
দেখে না কেউ ফিরে,
আমি লেখক যখন দেখি
হায় নিয়তি হলো এ কী
অশ্রু আমায় ঘিরে !


আর্তনাদে বুকের ছাতি
যায় ফেটে হায় দিবারাতি
পেটে ক্ষুধার জ্বালা,
কান্না তাদের জীবন সাথী
চোখের নীরে রাত একাকী
কষ্ট গলার মালা।


এই তো তাদের জীবন তরী
কষ্টতে বুক চেপে ধরি
অবিরত কান্না,
অশ্রুতে বুক যায় যে ভেসে
কেউ আসে না পাশে ঘেঁষে
হয় না তাদের রান্না।
==============



আবার হবে দেখা
মোঃ ইব্রাহিম হোসেন


আমার প্রেমে মগ্ন ছিলে
পাগল ছিলে তুমি,
জান কলিজা ডাকতে আমায়
গভীর রাতে ঘুমি।


কোথায় গেলো সে প্রেম তোমার
কোথায় আছো লুকায়?
তোমার জন্য রক্ত বিন্দু
আজও আমার শুকায়।


ওই সাগরের মতোই গভীর
ভালোবাসা ছিলো,
কোন দেশের সেই রাজকুমারে
ছিনিয়ে তা যে নিলো?


আমার থেকে অনেক ভালো
আছে অনেক পুঁজি,
তাই বুঝি আজ ভুলে গেলে
চক্ষু দু'টি বুজি।


পারিনি কো স্বার্থবাদী
হইতে তোমার মত
মনের খাতায় নামটা লেখা
দুঃখ হৃদে শত।


না বলা সব কথাগুলো
কাব্যে আছে লেখা,
হবেই হবে তোমার আমার
হবেই আবার দেখা।