দুঃখ সুখের সম্ভাষণ
মোঃ ইব্রাহিম হোসেন


সুখটা বলে দুঃখ রে তুই
কষ্ট কেনো দিস ?
নাভিশ্বাসের যন্ত্রণা তাই
নিঃশ্বাসে মোর বিষ।


তোর দিলে কি নাইরে মায়া
নাই মমতা ভাই ?
ভুবন ঘুরে জিন্দেগীতে
সুখের দেখা নাই।


তোর কারণে লক্ষ জনে
দুখের তরী বায়,
এই হৃদয়ের অঙ্গনে দুখ
বিরাজ করে ঠায়।


কোলের শিশু কেঁদে মরে
এতিম হয়ে রয়,
এটাই আমার ধর্ম জেনো
জীবন করি ক্ষয়।


আমি যে তোর মায়ের পেটের
খুব আদরের ভাই,
কারো প্রতি সদয় হওয়ার
সময় আমার নাই।


এতই পাষাণ নিমকহারাম
মন গলে না তোর,
নিছক আমায় দিচ্ছো গালি
নয় তো এ দোষ মোর।


দোষ দেবো না তোকো আমি
দোষটা দেবো কার ?
তোমার আমার সৃষ্টিকারী
আমরা গোলাম তাঁর।


দুঃখ এবার সুখ কে বলে
সেটাই মেনে নাও,
দুঃখ সুখের সাথে মহান
রবের-ই গান গাও।