দুস্থ জীবন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১২-০৯-২০২৩ ইং


জামা তালি জেব খালি শূন্য পাণি
আজীবন কাঁধে বহে দুঃখ গ্লানি!
দুই চোখে অবিরত ঝরে যে পানি
গরিবের নিদারুণ এই কাহিনি!


দিন আনে দিন খায় থাকে না জমা
এইভাবে চলে তার জগতে রমা,
সমাজেতে দামি নয় সব'চে কমা
এত জ্বালা দুখ হায় নাই উপমা!


এ বেলায় জোটে ভাত ও'বেলাতে না
ছোট ছোট ছেলেমেয়ে করে কান্না,
এক ঘরে কাঁদে বসে ও দুখিনী মা
নাতিদের বলে খোকা কাঁদে না মনা।


বেচারা সে নিরুপায় কর্তা বাবু
অভাবের তাড়নায় খুব সে কাবু,
ভোজনের খোঁজে নদী পন্থে তাঁবু
এমনি কপলা তার ভরে না ডাবু!


অভাগা যেদিকে যায় সাগর শুকে
চিন্তায় ঘোরে মাথা বিষাদে ধুঁকে,
বিরহের গীতি গায় তুম্বি ফুঁকে
জীবনের লেনাদেনা এখানে চুকে।