দুঃস্থ কবির অবস্থা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ৩০-০৯-২০২৩ ইং


একটা কবিতা সৃষ্টি করতে লাগে সময়,
ব্রেইন, মেধা, খাতা, কলমের কত অপচয়!  
খরচ করতে হয় মোবাইলের এমবি ;
তবুও কারো লেখা পায় না কোনো গ্রন্থে আশ্রয়,
দেয় না কেহ চিত্তে প্রশ্রয়,
কষ্টের বিনিময় লেখক পায় মিথ্যা আশ্বাস চমৎকার,
আন্দাজে ফুলঝুরি মন্তব্যের ঝংকার,
এ তো বুঝি প্রশংসা নয়, ভর্ৎসনা তম্বি!


কষ্টের ফলাফল উলুবনে বৃথা যায়,
হায়রে হায়!  লেখক এ কী অসহায়!
তাদের লেখা নিয়ে গড়ছে কেহ টাকার পাহাড়;
নিষ্ঠুর পৃথিবীর নিষ্ঠুর আচরণ!
অসাড়ের ন্যায় ঘুরা কবিদের বিচরণ।
নাই দানাপানি হায় নাই তার আহার!


এ যুগের কবিদের মূল্য কোথায়?
অর্থ যদি থাকে তবে উঠে পাহাড় চূড়ায়,
উল্লাসে  হারায় সে সাগরের নীলিমায়;
টাকা নাই মান নাই কীসের সে কবি?
সমাজে আবর্জনা মিশে যায় মাটির কাদায়!


লজ্জায় মুখ ঢাকে গোপনে কাঁদে  
মান যায় লাজা নাই তবুও কাব্য বাঁধে,
মজনুর মত যেন প্রেমিক সে জন,
ফরাদের শিরির প্রেমে ;
প্রতিদিন কাব্যের  লিখে সে লাইন,
এ যেন মনের জোর লেখনী আইন  
সে তো বিদ্রোহী! রণবীর!
কভু হাসে, কভু রাগে, কভু কান্দে।