(১)
চাঁদ মামা
ইব্রাহিম হোসেন


চাঁদ মামা! চাঁদ মামা!
তোমার সাথে আড়ি,
দিনের বেলায় হারিয়ে যাও
কোথায় তোমার বাড়ি ?


পূর্ণিমারই রাতে হারাও
মধুর জোছনায় ,
দিনের বেলায় তোমায় খুঁজে
নাহি পাওয়া যায় ।


সন্ধ্যা বেলায় খোকা-খুকি
করে কাড়া-কাড়ি,
তোর আগেতে যাব আমি
চাঁদ মামারই বাড়ি ।


তোমায় দেখে কোলের শিশু
ফোকলা দাঁতে হাসে,
মা-দাদীরাও হেসে উঠে
ছোট্ট শিশুর পাশে ।


আদর সোহাগ করে বলে
আয়রে চাঁদ মামা ,
খোকা খুকির কপালে
টিপটা দিয়ে যানা ।


রাত্রি বেলায় চাঁদ মামা
তোমায় দেখে ঘুমায়
সকালবেলা না দেখলে
কান্না থামা না যায় ।


অনেক কষ্ট করে বুঝাই
খোকা-খুকি রে,
চাঁদ মামা উঠবে রাতে
হাজার তারার ভিড়ে ।


রাত্রি বেলা চাঁদ মামা
তোমার দেখে মুখ,
মনটা সবার ভরে যায়
লাগে বড় সুখ ।


দোহাই লাগে চাঁদ মামা
হারিয়ে যেও না ,
দিনের বেলায় কোথায় থাকো
আমায় বলো না ?


দিনের বেলায় কখনো তুমি
লুকিয়ে যদি যাও ,
নয়ন মেলে খুঁজে নিব
লুকানোটাই ফাও ।


==========


(২)
জ্যোৎস্না জলের কাব্য  
ইব্রাহিম হোসেন  
============


চাঁদনী রাতে দেখি তোমার
চাঁদ বদনি মুখ .
মিষ্টি হাসির চাহনিতে
ভরে উঠে বুক ।


চাঁদের আড়াল থেকে তুমি
ডাকছো  ইশারায় ,
নীল আকাশে খোঁজি তোমায়
মিটি মিটি তারায়।


চাঁদনী রাতে ফুল বাগানে
ফুটে নানান ফুল ,
তোমার প্রেমে,মত্ত ধ্যানে
মনটা আমার ব্যাকুল ।


হারিয়ে যাও আবার কভু
মেঘের আড়ালে ,
হন্য হয়ে খোঁজি তোমায়
অশ্রু সিক্ত জলে ।


এক পলকে হাজির হও
সামনে আবার তুমি,
দুঃখ ভুলে মনের মাঝে
স্বপ্ন তখন চুমি।  


তোমায় নিয়ে এই হৃদয়ে
স্বপ্ন কত গাঁথা !
রাত্রি জেগে তোমাৱ তৱে
গান কবিতা লিখা।


সারা বেলা মন গহীনে
সদাই তুমি  ভাব্য,
তোমায় নিয়ে এই কবিতা
জ্যোৎস্না জলের কাব্য ।।
============