এবার ঈদের বায়না
মোঃ ইব্রাহিম হোসেন


এবার ঈদে বধূ আমার
চায় না কিছুই চায় না,
বেনারসি শাড়ি নিবে
তাই ধরেছে বায়না।


ঈদ সালামি লক্ষ টাকা
এ জ্বালাতন সয় না,
বন্ধ জবান মনটা আমার
মনের ঘরে রয় না।


সঙ্গে আরো হীরার মালা
স্বর্ণে মোড়া আয়না,
অল্প বেতন স্বল্প দামে
কিছুই কেনা যায় না।


কি করি হায় ভেবেই মরি
বৌ তো কথা কয় না,
আদর দিয়ে প্রাণের হিয়ে
ডাকি সাধের ময়না।


এক এক করে সবই দেবো
মুখ কখনো ভার না,
ভালোবাসায় মন বিনিময়
কয় সে কিছুই আর না।