ঈদ মোবারক
ইব্রাহিম হোসেন

ওই আকাশে চাঁদ উঠেছে
শাওয়াল মাসের চাঁদ,
ঈদ আমেজে সবার মনে
ভাঙছে খুশির বাঁধ।

আজকে খুশির মহামিলন
বিশ্ব মুমিন তর,
আমরা সবাই আপন যেনো
নই কখনো পর।

নামাজ পড়ে করবো সবে
কোলাকুলি ভাই,
কাঁধের সাথে কাঁধ মিলিয়ে
খুশির সীমা নাই।

হিংসা যতো দূরীভূত
হবে সবই আজ,
আতর গায়ে সুরমা চোখে
করবো নানান সাজ।

শাওয়াল মাসের চাঁদ উঠেছে
নাই চোখেতে নিদ,
ঈদ মোবারক ঈদ মোবারক
ঈদ মোবারক ঈদ।
==========

ঈদের হাসি
ইব্রাহিম হোসেন

ধনীর ঘরে প্রতিদিনই
ঈদ আনন্দ আসে,
নিম্ন যারা ঈদের দিনেও
চোখের জলে ভাসে।

দুটি চোখে স্বপ্ন আঁকে
মহা খুশির ঈদে,
তারাও খাবে পোলাও কোর্মা
স্বপ্ন বুনে হৃদে।

অর্থাভাবে হয় না পূরণ
তাদের স্বপ্ন আশা,
অভাব জ্বালায় তৃপ্ত থাকে
মুখে করুণ ভাষা।

নাই যে হাতে টাকা কড়ি
কিনতে ঈদের জামা,
ছোট্ট ছেলে কোলের শিশু
কেঁদে বলে মা-মা!

তাদের পাশে এসো দাঁড়াই
আমরা সবাই মিলে,
ধনী গরিব বিভেদ ভুলে
রাখবো সবে দিলে।

নতুন জামা অর্থ দিয়ে
বলবো ভালো-বাসি,
ফুটবে তবে ওদের মুখে
একটুখানি হাসি।