ঈদ মোবারক (গীতি কবিতা)
মোঃ ইব্রাহিম হোসেন


তাং দশ জিলহজ্জ্ব কোরবানি ঈদ,
বিশ্ব মুমিনের নাই দুই চোখে নিদ।
কিনা আছে ঘরে গরু, উট, দুম্বা,ছাগ,
দূর থেকে প্রবাসীরা ছুটে অনুরাগ।।
ধনী গরিবের পড়ে খুশির পলক,
ঈদ ঈদ ঈদ ঈদ,ঈদ মোবারক।।


দূরীভূত করে সব রিপুগুলো আজ,
ত্যাগে হবে একাকার রাজা মহারাজ।
ফুটে হাসি ওই মুখে বলে সবে রব,
আল্লাহ'হু আকবার ধ্বনি কলরব।।
প্রতি ঘরে বাজে যেনো খুশির ঢোলক,
ঈদ ঈদ ঈদ ঈদ,ঈদ মোবারক।।


ঈদগাহে যাবে সব পড়বে নামাজ,
প্রভু দ্বারে নত শিরে দেশ ও সমাজ।
আল্লাহর সন্তুষ্টিতে দিবে কোরবানি,
আল্লাহ ও রাসুলের এই মহা বাণী।।
এ তো এক মহা ত্যাগ কোরানের আলক,
ঈদ ঈদ ঈদ ঈদ, ঈদ মোবারক।


নবী ইব্রাহিম তরে পালিত এ দিন,
চিরদিন স্মরণে তা আছে অমলিন।
ধনীদের ওয়াজিব কোরবানি করা,
কৃপণতা করে যদি রবে সে তো ধরা।।
পাপ স্মরণে কেঁদে ফেলো গো পলক,
ঈদ ঈদ ঈদ ঈদ,ঈদ মোবারক।।