ঈদের যাত্রা ক্ষণে
মোঃ ইব্রাহিম হোসেন


গত রাত নয় বাজে কাউন্টারে যাত্রী,
এসে লোকে ভীড় করে কেটে যায় রাত্রী।
চোখে ধরে ঘুৃম ঘুম সকাল বেলায়,
কেউ বসে কেউ শুয়ে কেউ বা দাঁড়ায়।


কেউ বলে কাউন্টারে গাড়ি আছে ভাই ?
টিকিট মাস্টারে কয় একটিও নাই।
যাত্রীর'ই দুই হাত কপালেতে হায়!
কেমনে যে বাড়ি যাবে বিবি পথে চায়?


মা ও বাবা ভাই বোন পন্থ চেয়ে রয়,
ঈদের আমেজে তারা কত কথা কয় !
আসিবে খোকায় বাড়ি মা বাবার আশা,
ছেলে মেয়ে পাবে তার স্নেহ ভালোবাসা।


ঈদ যাত্রা দলে দলে আসে যায় লোক,
গাড়ি এলে কারো হাসি কারো কান্না শোক।
পথ-ধারে চা-দোকানে শত জনগণ,
কখন যে আসে গাড়ি মগ্ন সারাক্ষণ।


এতটুকু ঠাঁই কোথা নাই কোনো ফাঁক,
থেকে থেকে ঐ হেল্পার  দেয় জোরে হাঁক।
গত রাত দশটার আসিয়াছে গাড়ি,
রাজশাহী নাটোরের লোক যাবে বাড়ি।


টিকিট মাস্টারে কই জানায়ে সালাম,
আমিও তো যাত্রী ভাই বলি এ কালাম।
এ সকাল দশটার গাড়িটা কখন ?
ঠিক পেয়ে যাবে ভাই আসিবে যখন।


সান্ত্বনার বাণী দেন নাই কোনো চিন্তা,
হতে পারে আপনার তবে শেষ দিন্টা।
কথা শুনে বলে সব ও বাপরে বাপ!
ঈদ খুশি মাটি বুঝি জ্যামের যে চাপ।


(রচনাঃ ০৯/০৭/২০২২, শনিবার,  ১১ঃ০৪ এ এম)