ঈমানদার
মোঃ ইব্রাহিম হোসেন


একাই এলে একাই গেলে
একাই রবে গোরে,
সাধের জীবন স্বপ্ন সাধন
রবে না কেউ দোরে।


নিজের বানা আমল খানা
ঈমান হলে শক্ত,
অন্ধকারে কবর ঘরে
ফেরেশতাকুল ভক্ত।


নাই কোনো ডর মরণের পর
শান্তি সুখের আবাস,
ফুলের মালা নয়কো জ্বালা
অনুতাপের হাবাস।


আল্লাহ রাজি শহীদ গাজী
দর্শনে তাঁর দেখা,
দিবস রাতি সঙ্গী সাথী
হুর-পরী নও একা।


এমনই হাল অনন্তকাল
মরণ পরেও শান্তি,
স্বর্গেরই সুখ উজ্জ্বলে মুখ
নাই সেথা আর ক্লান্তি।