এক পৃথিবী দুখ   (গীতি কবিত)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৭-০১-২০২৪ ইং

মাগো তুমি বিনে আমার
এক পৃথিবী দুখ,
আর থেকো না আড়ালে মা
দেখাও তোমার মুখ।।

সারাবেলা কান্না করি
নিত্য শুধু তোমায় স্মরি,,
তুমি ছাড়া চিত্ততে নাই একটুখানি সুখ। ঐ

এমন কেনো হয় মা বলো
সব মায়েরা হায় ?
এতিম করে সন্তানেরে
বিদায় নিয়ে যায়।।

যায় নাকো মা সহন জ্বালা,
ভীষণ ভারি জ্বালার মালা,,
আর্তনাদে দম যেন যায় বেদন ভরা বুক!  ঐ

এমন যদি হত মাগো
হতে নাকো পর,
সঙ্গে করে নিয়ে যেতে
গোরস্থানের ঘর।।

এই পৃথিবীর মতই করে
আবাস হত কবর ঘরে,,
গগনতলে উঠতো জেগে প্রজ্জ্বলিত শুক।  ঐ