এক পৃথিবী সুখ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ৩০-০৪-২০২৫ ইং
এই ভুবনে কেউ ছিলো না
আসলি পাতাল ফুঁড়ে,
আমার মনের গগনতলে
ডানা মেলে উড়ে।
তোরাই আমার খেলার সাথী
নয়ন দ্বয়ের আলো,
আঁধার ঘরের প্রদীপ শিখা
দেখতে লাগে ভালো।
তোদের দেখে দুঃখ ভুলি
হাসি ফুটে মুখে,
হৃদয় ভরে নয়ন জুড়ে
এক পৃথিবী সুখে।
অন্তরে মোর একটা দোয়া
সুখের হাসি ফুটুক,
দুই জীবনের সুখ ও শান্তি
তোদের মাঝেই জুটুক।
ভাই-বোন মিলে একই দিলে
এক ছাদেরই তলে,
থাক চিরদিন ছায়ার মতন
এক একতার বলে।