এক রজনী
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ০৪-০৪-২০২৩,


গগনের তারা
দেখে দিশেহারা
বিধাতার অপরূপ সৃষ্টি!
দু'টি হাত বাড়ালে
মেঘের-ই আড়ালে
চাঁদের হাসি কী যে মিষ্টি!


দেখি চোখে স্বপনে
কত সে যে আপনে
চুপিচুপি লুকোচুরি খেলা,
নিশি ক্ষণ কাটে
নদী পথে ঘাটে
এ যে এক রজনীর মেলা।


দিঘি পাড়ে জলে
কত কথা বলে
পড়িলে চাঁদের কিরণ,
মিটিমিটি জোনাকি
জ্বলে নিভে আহা কি
খুঁজে চলে নিশীথে হিরণ।


প্রভুর  এ সৃজন
দখিনের বীজন
গরমের ক্ষণে দেয় ঠাণ্ডা,
ঝড় হাওয়া বাতাসে
বেগে ধায় আকাশে
তিমির রাতের সেই পাণ্ডা।