এক স্বামী চার বৌ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৪-০৩-২০২৪ ইং


এক বধূকে যত্নে রাখার নাই ক্ষমতা হায়,
এই বেটারা চারটা বধূর স্বপ্ন দেখার চায়!
বিয়ের বেলায় হাদিস কোরআন সাচ্চা মুসলমান,
নামাজ কালাম নাই যে তাহার পাক্কা নাফরমান।


সিন্দুকেতে জমায় টাকা হজ্জ ও যাকাত নাই,
দান খয়রাতে মনকে লুকায় গরিব মেরে খায়।
লোলুপ জনে সুযোগ খুঁজে মোল্লারা দেয় তাল,
দোষ কিছু নাই বর্ণনাতে আল হাদিসের ডাল।


তিন অথবা চারটা তো নয় চৌদ্দটারও তক,
পুরুষ জাতির ইচ্ছা স্বাধীন নারীর উপর হক।
আমার রাসুল দ্বীনের রাসুল নিজের ইচ্ছায় নয়,
সারাজীবন পার করেছেন রবকে করে ভয়।


তাঁর সাথে কি হয় রে বেকুব কারো কভু তুল?
ও লোভাতুর নারীর মোহে কইরো নাকো ভুল!
একের অধিক বৌ যদি হয় পারবে নাকো ভাই,
একনজরে দেখতে তাদের দ্বন্দ্ব বিবাদ তাই।


এই জামানায় নাই যে কারো নবীর মতো গুণ,
এক স্বামী চার বৌয়ের ঘরে তাই তো ধরে ঘুণ। 
বিবেক দিয়ে কাজ করো যাও একের অধিক নয়,
লাখ তারা নয় একটা চাঁদেই ভুবন আলোকময়।