এক তড়ফা প্রেম
ইব্রাহিম হোসেন


আসবো না যে ফিরে আমি
তোমার কাছে আর,  
প্রেমের নামে বিষের বাণে
মারো বারং বার।


চাই না হতে নষ্ট প্রেমের
প্রেম ঝালাসে ছাই,
দুঃখ বুকে নিয়ে আমি
বিদায় নিলাম বাই।


আমার তরে পারতে যদি
মরতে ভুবন পর,
তবেই হতো তোমার আমার
প্রেমের বাঁধা ঘর।


এই মরণ আর সে'ই মরণ
এক তো কভু নয় ,
প্রেমের পথে আসলে বাধা
করতে হবে জয়।


তোমার তরে হয় গো যদি
কারো গলে ফাঁস,
কেমন করে আসবে তোমার
মুখে বলো হাস?


স্বার্থপরের মত যদি
চেয়ে থাকে চোখ,
নয় তো এটা প্রেম গো তোমার
মন পিপাসার ভোক।

অল্প অল্প ভালো বাসো
মন থেকে যে নয়,
প্রেমের ফাঁসি পরতে গলে
তাই তে তোমার ভয়।


সত্যিকারের প্রেমের কভু
হয় না ভবে ক্ষয়,
জেনে রেখো প্রেম গো তোমার
খাঁটি কভু নয়।


জীবন দিয়ে বাসলে ভালো
বোকা যারে কয়,
নয় তো প্রেম সেই প্রেমিকার
শুধুই অভি'নয়।


একক প্রেমে হয় না কভু
দুটি মনের মিল,
প্রেম হয়ে যায় তখন যখন
এক হয় দুটি দিল।


তোমায় আমি ভালোবাসি
তুমি বাসো না,
প্রেমের নামে করে গেলে
শুধুই ছলো'না।


তোমার পথে থাকো আমি
আমার পথে যাই,
দুঃখ আমার নাই যে  মনে
প্রেম নাহি আর চাই।


প্রেম করার ঐ স্বাধ যে কত
পেয়ে গেলাম আজ,
করবো না আর প্রেমের দাবি
থাকে যদি লাজ।