একুশের প্রার্থনা
ইব্রাহিম হোসেন
অক্ষর বৃত্ত ছন্দ ৮+৬
তারিখ : ২৯-১২-২০২০ ইং


দুহাজার বিশ ছিলো বিষে ভরা বাণ,
অকালে যে কেড়েছে সে শত শত প্রাণ।
বিদায় দিলাম আজি দুহাজার বিশ,
একুশ বরণ তুই শান্তি মনে দিস।


মনে কত আশা আছে জনে জনে সব,
প্রভু দ্বারে মিনতিতে বলে মুখে ৱব।
হেফাজতে রেখো তুমি একুশের সাল,
কাটে যেন সদা সুখে দিন মাস কাল।


অতীতের গ্লানি যত মুছে ফেলে আজ,
দুহাজার একুশের নব-রূপে সাজ।
ভুলে আজি দুঃখ-কষ্ট তুলি দুটি হাত,
অশ্রু জলে প্রার্থনাতে করি মোনাজাত।


বিপদ আপদ যত করো দূরীভূত,
আমরা যেন হতে পারি সদা অভিভুত।
নাজিল করো ও মাওলা রহ'মত ভবে,
বান্দা তবে অবনীতে চিরসুখে রবে।


নব সনে জনগণে করে কান্না কাটি,
আনন্দেতে দাওনা ভরে সুখে পরিপাটি।
একুশের ধ্বনি যেন মনে তুলে সুর,
হৃদে মাঝে উঠে যাক প্রভু সুমধুর।