১/

এসো দলে
ইব্রাহিম হোসেন
স্বরবৃত্ত ছন্দ (৪+৪+৪+৪)

জ্বালো আলো ঘরে ঘরে
ভালো রবে তবে পরে,
শ্রমে তুমি অন্ন পাবে
ক্রমে সকল দুঃখ যাবে।

প্রভু ডাকো ভোরে সাঁঝে
কভু হৃদে রাখো মাঝে,
ধরো তাঁকে করে শক্ত
মরো তাঁরই হয়ে ভক্ত।

গর্ব ছাড়ো জীবন ভালো
পর্ব সুখের করবে আলো,
তুষ্টি রবেন সৃষ্টিকারী
ভুষ্টিনাশে অপকারী।

শক্ত  মুষ্টি হাতে ধরো
রক্ত ক্ষয়ে যুদ্ধ করো,
ঈমান নিয়ে চলো পথে
ইলান ধরো স্বর্গ রথে।

পাবে মুক্তি পুলসিরাতে
যাবে যখন আখিরাতে,
এসো সবে দলে দলে
বেসো ভালো সত্য বলে।
=============

২/


স্রষ্টার সৃষ্টি
ইব্রাহিম হোসেন
স্বরবৃত্ত ছন্দ
(৪+২/৪+২/৪+২)

দেখো দিয়ে দৃষ্টি, প্রভুর কত সৃষ্টি
খুলো তোমার আঁখি,
ডানা মেলে উড়ে, নীল আকাশে ঘুরে
রঙ বেরঙের পাখি।

ফুলের কলি ফোটে, হাজার ভ্রমর জোটে
ফুলের মধু নিতে,
সৃষ্টিকারী প্রভু, ভুলো নাকো কভু
মাতো তাঁরই গীতে।

মানব তরে তিঁনি, স্রষ্টা মোদের যিঁনি
সবার রিজিক দাতা,
মেহেরবানী করে, এই অবনী পরে
খুলেন ভাগ্য খাতা।

সৃষ্টিকুলের সেরা, তাঁর দয়াতে ঘেরা
আমরা মানব জাতি,
মাথার উপর আকাশ, গাছগাছালি বাতাস
গগন শিরের ছাতি।

যত দেখি সৃষ্টি, জুড়ায় নয়ন দৃষ্টি
পাহাড় সাগর নদী,
চন্দ্র তারা ভাসে, নীল আকাশের পাশে
ঘুরছে নির'বধি।